ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিদেশি কর্মজীবীদের জন্য ওয়াশিংটন ডিসির চেয়ে ব্যয়বহুল ঢাকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৫:৪৩

বিদেশি কর্মজীবীদের জন্য ওয়াশিংটন ডিসির চেয়ে ব্যয়বহুল ঢাকা

বিদেশি কর্মজীবীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির চেয়ে ঢাকায় জীবনযাপনে বেশি ব্যয় হয়। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সার চলতি বছরের ‘কস্ট অব লিভিং’ জরিপে এ তথ্য উঠে এসেছে।

মার্সার জরিপ তালিকায় ২০৯ শহর অন্তর্ভুক্ত করেছে। হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ওপর ভিত্তি করে চালানো হয় জরিপ। জরিপের বেসলাইন ছিল নিউইয়র্ক শহর।

মার্সার জরিপে ২০২১ সালের তালিকায় দেখা যায়, ঢাকার অবস্থান ৪০ নম্বরে। যদিও ২০২০ সালে ঢাকার অবস্থান ছিল ২৬। মার্সার প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থান ঢাকার পরে। দুবাইয়ের অবস্থান ৪২ নম্বরে। এ ছাড়া ঢাকার চেয়ে কম ব্যয়বহুল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনও। তালিকায় ওয়াশিংটনের অবস্থান ৫১ নম্বরে।

বিদেশিকর্মীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদ। এর পর শীর্ষ পাঁচে রয়েছে হংকং, বৈরুত, টোকিও এবং জুরিখ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত