ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় আটদিনে করোনায় ২৮ জনের মৃত্যু

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৬:২৫

বগুড়ায় আটদিনে করোনায় ২৮ জনের মৃত্যু
প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনায় বগুড়ায় মৃত্যু কোনোভাবেই থামছে না। নতুন করে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৮ দিনে জেলায় ২৮ জনের মৃত্যু হলো। এছাড়া সরকারি-বেসরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩৮২ নমুনার ফলাফলে পজিটিভ এসেছে ৬২ জনের।

নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে সদরে ৪৭ জন, আদমদীঘিতে ৭ জন, ধুনটে ৫ জন, নন্দীগ্রামে একজন, গাবতলীতে একজন, শাজাহানপুরে একজন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ২ শতাংশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৪৩টি। জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনার মধ্যে ৭টি এবং এন্টিজেন পরীক্ষায় ৬৭ নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৭টি। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৫ নমুনার মধ্যে ৫টি পজিটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৩ হাজার ৫৪ জনের এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭৩ জন। নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫৭ জন। বর্তমানে করোনা নিয়ে চিকিৎসাধীন ৪২৪ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদককে বলেন, নতুন করে শনাক্তদের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটির হয়, তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত