ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় একদিনে ১৯ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৭:৫০

ঢাকায় একদিনে ১৯ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১৯ জন। মোট মারা গেছেন ৭৪৩৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৩৬ জন। চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১৮, বরিশালে ১ রংপুরে ১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

এছাড়া সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ২৬৯৫ জন। এরমধ্যে শুধু ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ২০৬৪ জন। আক্রান্তের মধ্যে দ্বিতীয় খুলনা বিভাগ, এখানে ৯০৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীতে ৮৪৭, চট্টগ্রামে ৬৭৭, রংপুরে ২৬৬, ময়মনসিংহে ১৩৪, সিলেটে ১২২ জন এবং বরিশালের ৮৩ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত