ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মুক্তি পেলো খাঁচায় বন্দি পাখিগুলো

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৮:৫৪

মুক্তি পেলো খাঁচায় বন্দি পাখিগুলো
ছবি- প্রতিনিধি

পটুয়াখালীতে ১৩টি দেশীয় পাখিকে বন্দিদশা থেকে মুক্তি দেয়া হয়েছে। বুধবার দুপুরে পটুয়াখালী বনবিভাগ প্রাঙ্গণ থেকে পাখিগুলো মুক্ত করা হয়েছে।

এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এস.এম জহির উদ্দিন আকন, সদর রেঞ্জ কর্মকর্তা প্রনব কুমার, হিসাবরক্ষক আনোয়ার গাজী ও ‘এনিম্যাল লাভারস অব পটুয়াখালী’ প্রাণীকল্যাণ সংগঠনের সদস্যরা উপস্থিতি ছিলেন।

এর আগে মঙ্গলবার বনবিভাগের সহায়তায় ‘এনিম্যাল লাভারস অব পটুয়াখালী’ সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রাম থেকে ৫টি ঘুঘু, শ্রীরামপুর বাজার থেকে ১টি ডাহুক ও ৩টি ঘুঘু পাখি উদ্ধার করে। এছাড়া দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন এর জলিসা গ্রাম থেকে ৩টি ডাহুক এবং ১টি ঘুঘুসহ মোট ১৩টি দেশীয় পাখি উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত