ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৭:৫৪

ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন
প্রতীকী ছবি

ময়মনসিংহ মহানগরীর আংশিক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ নগরীর বেশকিছু এলাকায় লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। লকডাউন আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে চরপাড়া, মাসকান্দা, গাঙ্গিনাপাড়, আকুয়া ও আরকে মিশন রোড।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি সভা করে আংশিক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আংশিক লকডাউন দেয়ার বিষয়টি নিশ্চিত করে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা কমিটির সদস্যবৃন্দ সভা করে মহানগরীর আংশিক কিছু এলাকায় ৭ দিনের জন্য লকডাউন দেয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরো জানান, লকডাউন এলাকায় দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হবে না। লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর আছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত