ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ভারতে পাচার হচ্ছিল ‘৩০ কোটি’ মূল্যের কষ্টিপাথরের মূর্তি

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৯:৫১

ভারতে পাচার হচ্ছিল ‘৩০ কোটি’ মূল্যের কষ্টিপাথরের মূর্তি
ছবি- প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার চকপাহুনন্দা গ্রাম থেকে আড়াই কেজি ওজনের কষ্টি পাথরের একটি গণেশ মূর্তিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। নিদর্শনটির আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর ধামইরহাটের শিকরামপুর গ্রামের হাসিবুলের স্ত্রী ঝর্ণা বেগম, তার জামাই পত্নীতলা উপজেলার খন্দইল গ্রামের মো. চায়নার ছেলে মমিনুল ইসলাম ও শামসুজ্জোহা।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বাংলাদেশ জার্নালকে জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা চকপাহনন্দা গ্রামের সীমান্ত দিয়ে ঝর্ণা ও তার জামাই মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করছিল। এ সময় চকবরকত ফাঁড়ির পুলিশ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের গ্রেপ্তার করে।

‘মূর্তিটি তারা স্থানীয় স্বর্ণকার ও বাজারে পরীক্ষা করেছিল। নিদর্শনটির আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা হতে পারে। এটি কোন আমলের, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

ওসি আরও জানান, এ ঘটনায় আর কে বা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত