ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

অস্থায়ী পশুর হাটের অনুমতি পেয়েছে চসিক

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৪:১৫

অস্থায়ী পশুর হাটের অনুমতি পেয়েছে চসিক

কোরবানির ঈদ সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম এ অনুমোদন পাওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘আমরা ৭ টি অস্থায়ী হাট বসানোর অনুমতি চেয়েছিলাম। এর মধ্য ৩ টি অস্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসক মহোদয়। করোনার সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ হাটগুলো বসানো হবে।’ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে হাট অনুমোদনের চিঠি সিটি কর্পোরেশনে পাঠানো হয়।

অনুমতিপ্রাপ্ত অস্থায়ী হাটসমূহ হলো, নুর নগর হাউজিংয়ের কর্ণফুলী গরুর বাজার, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন মাঠ এবং কাটগড়ে বাটারফ্লাই পার্ক সংলগ্ন মাঠের হাট। তবে জেলা প্রশাসনের কাছে চসিকের পক্ষ থেকে ৯টি অস্থায়ী হাটের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছিল।

নিয়ম অনুসারে নগরের খণ্ডকালীন হাটগুলো শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দশ দিনের জন্য বসানো হয়। সেই হিসেবে আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত নগরের তিন স্পটে কোরবানি পশুর হাট বসাবে চসিক। এছাড়া নগরের ৩টি স্থায়ী হাট হলো, সাগরিকা গরুর বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের বাজার।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত