ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাবুনগরী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ২২:০৩  
আপডেট :
 ০৫ জুলাই ২০২১, ২২:০৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাবুনগরী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। সোমবার রাত সোয়া ৯টার পরে হেফাজতের নায়েবে আমির আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীসহ কয়েক নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় যান তিনি।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে হেফাজতের একটি সূত্র জানিয়েছে, তিনটি দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাচ্ছেন জুনায়েদ বাবুনগরী। সেগুলো হলো- লকডাউনে বন্ধ থাকা মাদ্রাসা খুলে দেওয়া। হেফাজতের কর্মসূচিতে সহিংসতার মামলায় গ্রেপ্তার মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মুক্তি। মাদ্রাসাগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনতে গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করে। ২০১৮ সালের আইনে পরিচালিত কওমি মাদ্রাসার নিবন্ধনের বিরোধী হেফাজত। এ দাবিও মন্ত্রীকে জানাবেন হেফাজত আমির।

বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে চান জানিয়ে তারা ঢাকায় এসেছেন। সাক্ষাতের অনুমতি নিয়েছেন। সেই অনুযায়ী বৈঠকে বসেছেন।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত