ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০৮:৫৩  
আপডেট :
 ০৬ জুলাই ২০২১, ১২:৪২

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছরের ৬ই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

করোনার কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে নেই বিশেষ আয়োজন। পারিবারিকভাবে শুধু প্রার্থনা সভার আয়োজন রাখা হয়েছে।

তার শূন্যতা কখনও পূরণ হবে না বলে মনে করেন দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তি এবং সংগীতপ্রেমীরা।

'জীবনের গল্প আছে বাকি অল্প', 'হায়রে মানুষ রঙিন ফানুস', 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'আমার সারা দেহ খেয়ো গো মাটি', 'পড়ে না চোখের পলক'সহ পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি হয়েছেন প্লেব্যাক সম্রাট।

১৯৫৫ সালের ৪ই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন শিল্পী এন্ড্রু কিশোর।

প্লেব্যাক সংগীতের কিংবদন্তি হিসেবে অজস্র সম্মাননা আর পুরস্কার বিজয়ী এন্ড্রু কিশোরকে হার মানতে হয় ক্যান্সারের কাছে।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা এন্ড্রু কিশোর শেষ জীবনে ফিরে যান জন্মস্থান রাজশাহীতে। ২০২০ সালের ৬ই জুলাই পার্থিব পৃথিবীকে বিদায় জানান সেরাদের সেরা শিল্পী এন্ড্রু কিশোর।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত