ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

টিকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৬:১৯

টিকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন
সংগৃহীত ছবি

রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক-ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন শুধু বাংলাদেশ সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা। টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশ কিছু বিষয় নিয়ে রুশ সরকারকে সংশোধনী দিয়েছিল বাংলাদেশ। পরে সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন চালান না আসায় রাশিয়া ও চীন থেকে টিকা কেনার চেষ্টা চালায় বাংলাদেশ। এমনকি রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল।

গত রোববার রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতোভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, আমরা টিকা সরবরাহে এবং আপনাদের জনগণকে করোনা মোকাবেলায় সহায়তায় প্রস্তুত। টিকা পেতে চুক্তি প্রায় হয়ে গেছে এবং ভালো মতোই হবে এবং এটা খুব দ্রুতই হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত