ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

ব্র্যাকের নির্বাহী পরিচালক হলেন শামেরান আবেদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৯:৩৫

ব্র্যাকের নির্বাহী পরিচালক হলেন শামেরান আবেদ
ফাইল ছবি।

বিশ্বের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের (বিআই) নতুন নির্বাহী পরিচালক পদে শামেরান আবেদকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ আগস্ট তিনি এ পদে যোগদান করবেন।

মঙ্গলবার ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

ব্র্যাক এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে কার্যক্রম পরিচালনা করে। নির্বাহী পরিচালক হিসেবে তিনি ব্র্যাকের কর্মকৌশল এবং সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন।

ফলে ব্র্যাকের গ্লোবাল স্ট্র্যাটেজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি সুবিধাবঞ্চিত নারী ও তাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী, যুবসমাজ এবং দরিদ্র মানুষের মধ্যে সেবা পৌঁছানোর লক্ষ্য অর্জন সহজ হবে। এর পাশাপাশি তিনি বিআইয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা এবং আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকিও চালিয়ে যাবেন।

শামেরান যুক্তরাষ্ট্রের হ্যামিলটন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা ৩১ জুলাই পদত্যাগ করবেন। শামেরান আবেদ তারই স্থলাভিষিক্ত হবেন।

শামেরান আবেদ বলেন, ‘চলমান মহামারির অভূতপূর্ব চ্যালেঞ্জ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দরিদ্র থেকে বের করে আনতে তাদের জন্য সহনশীল ও টেকসই পথ তৈরি করা এখন জরুরি। সংগঠন হিসেবে ব্র্যাক সত্যিই একটি অনন্য অবস্থানে। প্রায় ৫০ বছর ধরে আমরা অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে জনসমষ্টির নেতৃত্বাধীন কার্যকর সমাধান তৈরি ও বাস্তবায়ন করে আসছি। এ সন্ধিক্ষণে ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

শামেরান যুক্তরাষ্ট্রের হ্যামিলটন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা ৩১ জুলাই পদত্যাগ করবেন। শামেরান আবেদ তারই স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত