ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

গোসলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওসি ফয়জুর

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১২:২৭  
আপডেট :
 ০৯ জুলাই ২০২১, ১২:৫৬

গোসলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওসি ফয়জুর
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আকষ্মিক ভাবে মারা যান তিনি।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার এসআই শাহবুদ্দিন। ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেছিলেন।

এসআই শাহবুদ্দিন কলেন, থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরের খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায়, তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।

এসআই আরো বলেন, ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনীর টিম ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানস ভট্টাচার্য পরীক্ষা-নিরীক্ষার পর ওসি ফয়েজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন।

রেলওয়ে পুলিশের সদস্যরা জানান, মৃত্যুর আগেও সুস্থ-স্বাভাবিক ছিলেন তিনি। কোনো অসুস্থতার লক্ষণ ছিলো না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় তার লাশ শেরপুর সদর উপজেলায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত