ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জে একদিনে ৬ মৃত্যু

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১১:১১

কিশোরগঞ্জে একদিনে ৬ মৃত্যু

কিশোরগঞ্জে গত একদিনে করোনায় ৬ জন মারা গেছেন। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু ১১০ জন। একসময়ে ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৭৮৩ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ভৈরব উপজেলার ৩ জন নারীর মধ্যে ২ জন ছাড়া বাকি ৪ জনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, হোসেনপুর উপজেলার ১ জন এবং ভৈরব উপজেলার ৩ জন রয়েছেন।

কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮৩ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৪৪৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১১০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত