ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

লকডাউন উপেক্ষা করে হায়দরগঞ্জে বসেছে পশুর হাট

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১৬:৫৩

লকডাউন উপেক্ষা করে হায়দরগঞ্জে বসেছে পশুর হাট

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে বসেছে পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। রোববার দুপুরে হায়দরগঞ্জ বাজারে বসেছে এই হাট।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকাল থেকে হায়দরগঞ্জ বাজার পশুর হাটে বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা।

রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের বলেন, লকডাউনের মধ্যে পশুর হাট বসানোর বিষয়টি দুঃখজনক। বাজারে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, পশুর হাট নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত