ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

অবশেষে মুক্তি পেলো অজগরটি

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ২১:০১

অবশেষে মুক্তি পেলো অজগরটি
ছবি- প্রতিনিধি

এক মাসের বেশি সময় ধরে লালন-পালনের পর প্রায় ছয় ফুট লম্বা অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোপালপুর বনে প্রশাসনের সহযোগিতায় সাপটিকে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, বনবিভাগের প্লান্ট সহাকারী আব্দুর রউফ, থানার এসআই আনিসুল হক, কনস্টেবল এমদাদুল হক, গণমাধ্যমকর্মী রিফাত আহমেদ রাসেল প্রমুখ।

জানা যায়, উপজেলার পাইকুড়া গ্রামে পাশের বিলে স্থানীয়রা অজগরটিকে দেখে আঘাত করে আহত করে। পরে একই গ্রামের ফৌজদার মিয়া আহত অবস্থায় সেটি উদ্ধার করেন।

লোহার খাঁচা বানিয়ে এক মাসের বেশি সময় ধরে সাপটি লালন-পালন করেন ফৌজদার মিয়া। মঙ্গলবার দুপুরের দিকে খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় অজগরটি উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে নেয়া হয়।

এ বিষয়ে দুর্গাপুরের ইউএনও রাজীব-উল-আহসান জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীর মাধ্যমে জানতে পেরে অজগরটিকে উদ্ধার করা হয়। দুপুরের দিকে এটিকে বনবিভাগ ও পুলিশের সহায়তায় উপজেলার গোপালপুর বনে অবমুক্ত হয়। এ নিয়ে গত কয়েক মাসে এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

ইউএনও আরো জানান, যিনি এটিকে লালন-পালন করেছেন তিনি বলছেন এক মাসের কথা। স্থানীয়রা বলছে এক মাসে বেশি সময় ধরে লালন-পালন করা হয়েছে। পরে তাকে মৌখিকভাবে সর্তক করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত