ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকের শিক্ষার্থীকে উদ্ধারে ফরিদপুরে ঢাকার ডুবুরিদল

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৭:৪৫

প্রাথমিকের শিক্ষার্থীকে উদ্ধারে ফরিদপুরে ঢাকার ডুবুরিদল
ছবি- প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীর চন্দনা-বারাশিয়া নদীতে পড়ে শ্রাবণী আক্তার নামের ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার চিতাঘাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু গাজীর মেয়ে শ্রাবণী আক্তার তার বান্ধবীর সাথে চন্দনা-বারাশিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুণবহা গ্রামে খালার বাড়িতে যাচ্ছিল। পথে নদীর পানিতে পড়ে যায়।

এলাকাবাসী খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকার ডুবুরিদলকে খবর দেয়।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুস সত্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে ঢাকার ডুবুরিদলের সদস্যরা এসে তল্লাশি চালাচ্ছে। বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তল্লাশি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত