ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১১:১২  
আপডেট :
 ১৬ জুলাই ২০২১, ১১:১৫

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।

একই সময়ে ৭৩৫ টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩২৪ জন। গতকাল ছিলেন ৩০১ জন।

আজ সকাল ৮ টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৬৩৫ জন। গতকাল ছিলেন তিন হাজার ৫৬৫ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় কুষ্টিয়ায় মোট আক্রান্ত আছেন তিন হাজার ৯৫৯ জন। গতকাল ছিলেন তিন হাজার ৬৪৪ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৪ জন। জেলায় মোট মারা গেছেন ৩৮০ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত