ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১৬:৩৮  
আপডেট :
 ১৬ জুলাই ২০২১, ১৯:৫২

কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬
ছবি- প্রতিনিধি

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার নোয়াগাও এলাকার আবদুল হান্নানের ছেলে লেগুনাচালক আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ঝরনা বেগম (৩০), তার ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসের ছেলে চাঁন মিয়া (৫৫)। অপর একজনের পরিচ্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি কাভার্ডভ্যান পাঁচদোনা থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছলে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় লেগুনাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হন আরো ৫ জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়।

পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুর্ঘটনাস্থলে ২ জন ও হসপাতালে আরো ৪ জন নিহত হয়েছেন। আমরা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছি। একইসঙ্গে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত