ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ক‌রোনায় মারা গে‌ছেন কণ্ঠশিল্পী মৃণাল দত্ত

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০৬:৩৪  
আপডেট :
 ১৭ জুলাই ২০২১, ০৬:৪৪

ক‌রোনায় মারা গে‌ছেন কণ্ঠশিল্পী মৃণাল দত্ত
ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের প্রখ্যাত কণ্ঠশিল্পী, নাট্যশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত মারা গে‌ছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জেলার ক‌টিয়াদী উপ‌জেলার বনগ্রা‌মের কৃ‌তি সন্তান মৃণাল দত্ত ছি‌লেন একজন প্র‌থিতযশা কণ্ঠশিল্পী। বনগ্রাম ইউনিয়ন প‌রিষ‌দের সাবেক চেয়ারম্যান ছি‌লেন তি‌নি। এছাড়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ , শ্রী শ্রী কালীবাড়ী ও কটিয়াদী সমিতির সভাপতিসহ বি‌ভিন্ন সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও ধর্মীয় সংগঠ‌নে নেতৃত্ব দি‌য়ে‌ছেন তি‌নি।

মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি আগরতলার বিভিন্ন আশ্রয় শিবিরে ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্রে নিজের লেখা গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিলেন। সে সময় তিনি আগরতলায় গঠিত বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থার সাথেও যুক্ত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত