ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

যশোরে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৬:৪৩

যশোরে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতদিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হলেও শনাক্তের হার বেশ কম। আগের দিন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গিয়েছিল পাঁচজন এবং আক্রান্তের হার ছিল ২৬ দশমিক ৮৮ শতাংশ। আজ আক্রান্তের হার ২২ দশমিক ৫ শতাংশ।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে শনিবার ভর্তি রয়েছেন ১৪৭ এবং ইয়েলো জোনে ৫৪ জন।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত