ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

অনলাইনে কোরবানির পশু বিক্রি ২ হাজার কোটি টাকার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৭:৫৮

অনলাইনে কোরবানির পশু বিক্রি ২ হাজার কোটি টাকার

দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় অনলাইনে কোরবানির পশু বিক্রি বেড়েছে। গতবারের চেয়ে এবার অনলাইনে কয়েকগুণ বেশি পশু বিক্রি হয়েছে।

রোববার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) হিসাবে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই নাগাদ ১ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ টাকার পশু অনলাইনে বিক্রি হয়েছে ঈদের আরও তিন দিন বাকি রয়েছে বলে টাকার এই অঙ্ক আরও বাড়বে।

গত বছর অনলাইনে ২৭ হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছিল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৪১ কোটি ২২ লাখ খাবার যোগ্য প্রাণী রয়েছে। ১ কোটি ১৯ লাখ কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত