ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১০:৫৭  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১১:০১

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ জুলাই) সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন এ তথ্য জানান।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১টি নমুনা পরীক্ষার বিপরীতে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনা শনাক্ত ১২ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪০৯ জন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ৭০ জন ভর্তি রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত