ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৩:০৮  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১৩:২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ঈদে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন উত্তরবঙ্গমুখী যাত্রী ও চালকরা।

এর আগে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার পর থেকে যানজটের মাত্রা কিছুটা কমতে দেখা গেছে।

ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে প্রচুর গা‌ড়ি আটকা থাক‌লেও ঢাকামুখী লে‌নে স্বাভা‌বিক গ‌তি‌তে চল‌ছে প‌রিবহন। ত‌বে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লে‌নে থে‌মে থে‌মে চল‌ছে যানবাহন। যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, বঙ্গবন্ধুসেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার দুই লেন হওয়ার কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হচ্ছে।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার বিপিএম বলেন, টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য ছয়শতাধিক পুলিশ কাজ করছে। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত