ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঘরমুখো মানুষকে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে কাবলিওয়ালা বাংলাদেশ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৬:০৯  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১৬:৩৫

ঘরমুখো মানুষকে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে কাবলিওয়ালা বাংলাদেশ

ঈদে ঘরমুখো মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করছে অনলাইন বিপণন প্রতিষ্ঠান কাবলিওয়ালা বাংলাদেশ। গতকাল (১৮ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী বাসস্টেশন, কমলাপুর রেলস্টেশন, মহাখালী বাসস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীকাল আফতাবনগর কুরবানির পশুর হাট, ধুপখোলা পশুর হাট, শাহজাহানপুর পশুর হাটসহ বেশ কয়েকটি পশুর হাটে মাস্ক, সেনিটাইজার ও বেশ কিছু জীবাণু নাশক দ্রব্য বিনামূল্যে বিতরণ করা হবে।

মাস্ক ও সেনিটাইজার বিতরণ প্রসঙ্গে কাবলিওয়ালা বাংলাদেশ-এর ডিরেক্টর শুভজিৎ মুখার্জী বলেন, ‘করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে চলে এসেছে ঈদ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে। রাজধানী ছেড়ে মানুষ স্বজনদের কাছে গ্রামে গিয়ে ঈদ করবে। এখন মানুষ গ্রামে ছুটছে। যাত্রাপথে হয়তো অনেকের কাছে সেনিটাইজার, মাস্ক নেই। তাই আমারা সবার মাঝে বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করছি। যাতে করে মানুষ করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারে। এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে।’

বরগুনাগামী সদরঘাটের যাত্রী মিরাজ হোসেন মাস্ক ও সেনিটাইজার পেয়ে বলেন, ‘যেখানে আামদের দেশের অনলাইন বিজনেস প্লাটফর্ম নিয়ে অনেক অভিযোগ রয়েছে সেখানে কাবলিওয়ালা নামের নতুন প্রতিষ্ঠানটি এমন মহতী কাজ করছে দেখে অনেক ভালো লাগছে। আমি এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।’ অন্যদিকে কাবলিওয়ালা বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর ফাহিমা তাসনিম মুশিতা বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার এই সময়ে আমরা মূলত সব শ্রেণির মানুষকে সচেতন করতে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আশা করছি ঈদ করতে গ্রামে যাত্রামুখো মানুষ আমাদের এই কার্যক্রম দেখে আরও বেশি সচেতন হবে। যারা যাত্রাপথে মাস্ক ও সেনিটাইজার আনেননি তারা আমাদের সরবরাহ করা এসব সুরক্ষা সামগ্রী পেয়ে উপকৃত হবেন। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে মানুষের পাশে থাকবো।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত