ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রূপগঞ্জে ৫১ মৃত্যু, জামিন পেলেন হাসেম ও তার ছেলেরা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৮:০৫  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১৮:৩৪

রূপগঞ্জে ৫১ মৃত্যু, জামিন পেলেন হাসেম ও তার ছেলেরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জন নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার আট জনের মধ্যে হাসেম গ্রুপের মালিক আবুল হাসেমসহ তার দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তাদের জামিন প্রদান করেন। জামিন প্রাপ্তরা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হাসেমসহ তার দুই ছেলের জামিন দিয়েছেন আদালত, এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিলো। বাকিরা কারাগারে আছেন।

এর আগে গত ১৪ জুলাই বিকেলে চার দিনের রিমান্ড শেষে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিপক্ষ সকলের জামিনের আবেদন করলে আদালত তার দুই ছেলের জামিন দিয়েছিলেন। তারা হলেন, তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১)। বর্তমানে কারাগারে রয়েছেন শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে মারা গেছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত