ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে কমেছে শনাক্তের হার, এক সপ্তাহে মৃত্যু নেই

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৫:৩০

জয়পুরহাটে কমেছে শনাক্তের হার, এক সপ্তাহে মৃত্যু নেই

জয়পুরহাটে কমেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪ হাজার ২৮ জনে।

মঙ্গলবার জয়পুরহাট সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী এ তথ্য জানান। তিনি জানান, কঠোর লকডাউনের ফলে জেলায় সংক্রমণ ও মৃত্যু অনেকটা কমেছে। গেল ৭ দিনে কোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের করোনার টেস্ট করে ১০ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। আক্রান্তরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৪ জন। জেলায় সর্বমোট মৃত্যু হয়েছে ৪৬ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত