ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে ১১ জনের মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১১:০৫

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনায় একজন মারা গেছেন।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ রোগী। যাদের মধ্যে ৩ জন পজিটিভ ছিলো।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৪৫ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১৫ জন পজিটিভ ছিলো। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত শুক্রবার রাতের সবশেষ রিপোর্টে ১৬৯ জনের নমূনা পরীক্ষায় মধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৫২ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলো ৫ হাজার ৯২৩ জন। এদের মধ্যে ১ হাজার ৭৬৭ জনের ছিলো পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৬৩৭ জন। এদের মধ্যে পজিটিভ ছিলো ১ হাজার ৩৯৯ জন। ৯৮৬ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৬৬ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত