ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আইন অমান্য করায় ৩৩ হাজার টাকা জরিমানা

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৭:২৫

আইন অমান্য করায় ৩৩ হাজার টাকা জরিমানা

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।

এছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সচেতন করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান।

এবং গৌর ঘোষের দোকানে ঘির কোটায় মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় র‍্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত