ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বরিশালে একদিনে ১৫ মৃত্যু, শনাক্ত ৬২.৩৩ শতাংশ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১১:১১  
আপডেট :
 ২৫ জুলাই ২০২১, ১১:১৮

বরিশালে একদিনে ১৫ মৃত্যু, শনাক্ত ৬২.৩৩ শতাংশ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনায় চারজন মারা গেছেন। এ সময়ে আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১৫ জন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। যাদের মধ্যে ৫ জন পজিটিভ ছিলো।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৩৩ জন পজিটিভ ছিলো। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

রোববার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৩০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৫৭ জনের নমূনা পরীক্ষায় মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬২.৩৩ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলো ৫ হাজার ৯৮২ জন। এদের মধ্যে ১ হাজার ৮০৭ জনের ছিলো পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৬৫২ জন। এদের মধ্যে পজিটিভ ছিলো ১ হাজার ৪০১ জন। ১০০১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৭৭ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত