ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১২:০৬

চট্টগ্রামে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

করোনার সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনে সবকিছুতে স্থবিরতা নেমে আসায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের ভোগান্তি দূর করতে চট্টগ্রাম নগরে আবারও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার থেকে নগরীর ৮টি এলাকায় ট্রাকে করে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি। চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

প্রতিটি ট্রাকে ৬শ’ থেকে ৮শ’ কেজি চিনি, ৩শ’ থেকে ৬শ’ কেজি মসুর ডাল ও ৮শ’ থেকে ১ হাজার ২শ’ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে বলে টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

টিসিবির যেকোন ট্রাক সেল থেকে একজন ব্যক্তি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ থেকে ৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, ঈদুল আজহার বন্ধের পর সোমবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৮টি এলাকায় ৮টি ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। লকডাউনের কারণে আমাদের পণ্য বিক্রি কার্যক্রম সীমিত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত