ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

পাঁচ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:৩৬

পাঁচ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিনিধি

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ বিক্রির দায়ে ৫টি ফার্মেসি থেকে লাখ টাকা জরিমানা আদায় করেছে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেলের সামনের ফার্মেসিগুলোতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, আতাউর রাব্বী এবং মহিউদ্দিন আল হেলাল। এতে সহায়তা করে বিজিবি’র সদস্যরা।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও বিক্রির দায়ে বরগুনা মেডিকেল হল থেকে ২০ হাজার টাকা, পলি মেডিকেল হল থেকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হল থেকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং রূপালী মেডিকেল স্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ৫টি ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত