ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৭:২৫

এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ সোমবার বেলা ১১টায় নগরীর কাঁচিঝুলি মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে জানান, এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গুপ্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে সোমবার থেকে ১২ দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় সিটির ১৪০টি হটস্পটকে প্রাধান্য দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লার্ভিসাইড এবং উড়ন্ত ও পরিনত মশা ধ্বংসে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে।

এছাড়া একইসাথে কোন প্রতিষ্ঠানে, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গুমোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। টায়ার,পরিত্যাক্ত পাত্র, নির্মাণাধীন ভবন বা এসির নিচে জমা পানিতে যেন এডিস মশার বংশবৃদ্ধি না ঘটতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।

তিন দিনে একদিন মনে করে জমা পানি ফেলে দিতে হবে। সকল নাগরিককে এবিষয়ে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত