ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যশোরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৯:০৬

যশোরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১ ২জন। এর মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। শনাক্তের হার ২১ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৬ জন।

এদিকে সোমবার যশোরে করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত ঈদ পরবর্তী সবচেয়ে কঠোর বিধিনিষেধ চলছে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সকালে যশোর শহরে যৌথবাহিনীর টহল বের হয়। জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। বিনাপ্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া যশোরে বিভিন্ন পয়েন্টে ৪০টি চেকপোস্ট বসানো হয়েছে ও সেনাবাহিনির ৭টি টিম দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত