ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে বুধবার আসছে আরও সাড়ে ৭৮ হাজার টিকা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১১:৩৮

চট্টগ্রামে বুধবার আসছে আরও সাড়ে ৭৮ হাজার টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা আগামীকাল বুধবার চট্টগ্রামে আসছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, তৃতীয় দফায় আরও ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে। বুধবার সকাল ৭টার দিকে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছাবে। টিকা পৌঁছার পর তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে এসব টিকা পাঠানো হবে।

এর আগে গত ২৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে টিকা বরাদ্দের বিষয়ে জানানো হয়। যাতে চট্টগ্রাম ছাড়াও সারা দেশের জন্য সর্বমোট ২০ লাখ ডোজ টিকা দেয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও দুই ধাপে চীনের সিনোফার্মের ১ লাখ ৬৯ হাজার ৬০০ ডোজ টিকা পাওয়া যায়। তারমধ্যে ১১ জুলাইয়ে সমপরিমাণের চীনের সিনোফার্মের টিকা আসে চট্টগ্রামের জন্য।

তারও আগে গত ২০ জুনে ৯১ হাজার ২০০ ডোজ টিকা পায় চট্টগ্রাম। নতুন করে বরাদ্দ পাওয়া ৭৮ হাজার ৪০০ ডোজ নিয়ে সর্বমোট ২ লাখ ৪৮ হাজার ডোজ চীনের সিনোফার্মের টিকা পাবে চট্টগ্রাম।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত