ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ২

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১২:৫২

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ২

ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান ও পৌরসভার সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ চেষ্টা করায় ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পৌরসভা থেকে তাদের আটক করে পুলিশ। এর আগে এ ঘটনায় পৌর মেয়র থানায় একটি অভিযোগ করেছেন।

আটককৃতরা হলেন, পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেক্ট্রেশিয়ান সিরাজুল ইসলাম সেলিম।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, আমার ও সচিবের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে ৪ লাখ টাকা তোলার সময় সোনালী ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হওয়ায় আমাকে খবর দেন। এরপর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে পুলিশকে সংবাদ দিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত