ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে সরকারের শীর্ষ কর্তারা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৫:৩৬

করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে সরকারের শীর্ষ কর্তারা

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও শনাক্তের হার ও মৃত্যু কোনোটাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে করনীয় নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক চলছে।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ডের পরপর অনুষ্ঠিত এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো বলছে, বিভিন্ন বিষয় পর্যালোচনার ভিত্তিতে বৈঠক থেকে চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করা হতে পারে।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত