ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

কক্সবাজারে পাহাড় ধসে ৭ জনের মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:২২

কক্সবাজারে পাহাড় ধসে ৭ জনের মৃত্যু
ফাইল ছবি

টানা ভারী বৃষ্টির ফলে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও মহেশখালির পৃথক পৃথক স্থানে পাহাড় ধসে ৫ রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ইউনিয়নের পানবাজারের এফডিএমএন ক্যাম্প-১০ এর পাহাড় ধসে দুই পরিবারের ৩ শিশুসহ ৫ জন মারা যায়।

নিহতরা হলেন, এফডিএমএন ক্যাম্প-১০ ব্লক- জি/৩৮ এর ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), তার আড়াই বছরের ছেলে আবদুর রহমান ও এবং এক বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা, এফডিএমএন ক্যাম্প-১০ ব্লক- জি/৩৭ এর শাহা আলমের স্ত্রী দিল বাহার (৪২) ও তার ছেলে শফিউল আলম (৯)।

এছাড়া আহতরা হলেন, শাহালমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)। আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৮ এর অধিনায়ক শিহাব খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ বলেন, উখিয়ায় পাহাড় ধসে তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এরা দুটি পরিবারের সদস্য। এঝাড়া পাহাড় ধসে ক্যাম্পের আরো কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মনিরঘনায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে রকিম আলী (৫৫) নামক একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাড়ির উঠোনে বসে গল্প করার সময় পাহাড় ধসে তার মৃত্যু হয়। তিনি একই এলাকার মৃত আলী আহামদের ছেলে।

হোয়াইক্য পুলিশ ফাড়ির এসআই মাহামুদুল হাসান খান বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে পাহাড় ধসে মহেশখালিতে মোরশেদা বেগম (১৭) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার ছোট মহেশখালির ইউনিয়নের উত্তর সিপাহিপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আনছারুল করিমের মেয়ে।

মহেশখালি থানার ওসি আবদুল হাই বলেন, টানা বৃষ্টির কারণে রাতে পাহাড় ধসে ওই বাড়ির সীমানা দেয়াল ভেঙে মেয়েটি চাপা পড়ে। এতে তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত