ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভারতের আরেকটি অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের পথে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৯:০২

ভারতের আরেকটি অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের পথে

ভারতীয় রেলের আরেকটি 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন বাংলাদেশের উদ্দেশে তরল মেডিকেল অক্সিজেন নিয়ে যাত্রা শুরু করেছে ।

মঙ্গলবার সকালে ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বলে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রেনটি ১০টি কন্টেইনারে মোট ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আসছে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে তুলবে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখতে ভারত প্রতিশ্রুত।

এর আগে, গত ২৪ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে আসে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে দেশটিতে।

বাংলাদেশ জার্নাল- বিএইচ

  • সর্বশেষ
  • পঠিত