ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দেশেই মানব টিস্যু ব্যাংক, সুফল পাবে পোড়া রোগীরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৭:২৩  
আপডেট :
 ২৮ জুলাই ২০২১, ১৭:২৭

দেশেই মানব টিস্যু ব্যাংক, সুফল পাবে পোড়া রোগীরা
ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে প্রথম মানব টিস্যু ব্যাংক। এর সুফল পাবে আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীরা।

বুধবার একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের নাম ‘ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চের সেবা ও গবেষণা সুবিধাদির আধুনিকায়ন ও সম্প্রসারণ’।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ১৭৩ কোটি ৮০ লাখ টাকা। সভায় আরো ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এ জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ৯৭৬ কোটি ৬২ লাখ টাকা।

উল্লেখ্য, মানব টিস্যুর ব্যবহার চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ দিক হলো- আগুনে পোড়া রোগীর শরীর বা মুখের কোনো অংশ পুড়ে গিয়ে যদি সেই ক্ষত সহজে না সারে, সংরক্ষিত কোনো টিস্যু দিয়ে সে ক্ষত সারিয়ে তোলা যায়। আবার দুর্ঘটনায় কারও শরীরের হাড় ভেঙে গিয়ে যদি জোড়া না লাগে, হাড়ের টিস্যু দিয়ে তা জোড়া লাগানো দ্রুততর করা যায়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত