ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ৮ মৃত্যু

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১২:২৬

বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ৮ মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গে ৫ জনসহ মোটা ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১১২ জন ও সুস্থ হয়েছেন ১৩৮ জন। আক্রান্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত একদিনে ৫০২ নমুনায় নতুন করে আরো ১১২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে সদরের ৭৩, শেরপুর ৯, শিবগঞ্জ ৬, গাবতলী ৬, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩, সোনাতলায় ২, শাজাহানপুরে ২, আদমদীঘি ও কাহালুতে একজন করে।

ডা. তুহিন বলেন, এ ছাড়া গত একদিনে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩৮ জন। এ পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন এবং ৫৪২ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত