ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহ হাসপাতালে ৫০ অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৯:৩২

ময়মনসিংহ হাসপাতালে ৫০ অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় পঞ্চাশটি অক্সিজেন কনসেনট্রেটর ও ৫শ পালস অক্সিমিটারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সোমবার দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল করিমের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ করোনা আক্রান্ত রোগীদের অধিকতর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ব্যক্তিগত তহবিল হতে কেনা এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন।

ইতোপূর্বে এ প্রতিষ্ঠানে তিনি ব্যক্তিগত তহবিল হতে কেনা পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার এবং দশ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গালিব খান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/এমজে/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত