ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ১৯:০২  
আপডেট :
 ১৭ আগস্ট ২০২১, ১৯:০৭

এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে এই জরিমানা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, ফগিং, স্প্রে ছিটানো, মাইকিং, লিফলেট বিতরণসহ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে।

অভিযানের সময় নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মাসে ডেঙ্গু প্রতিরোধে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ জার্নাল/এমজে/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত