ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

অনিবার্য কারণে বন্ধ কুষ্টিয়ায় টিকাদান

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪

অনিবার্য কারণে বন্ধ কুষ্টিয়ায় টিকাদান

অনিবার্য কারণবসত কুষ্টিয়ায় একযোগে সকল কেন্দ্রে করোনা টিকা দেয়া বন্ধ করা হয়েছে। সোমবার সকালে এ সংক্রান্ত একটি ঘোষণার স্ট্যাটাস ফেসবুকে দেয় জেলা সিভিল সার্জন অফিস।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, কুষ্টিয়ায় এ পর্যন্ত সিনোফার্মার প্রথম ডোজের টিকা নিয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮৫জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৬ হাজার ২শ ৭৮জন।

এস্ট্রোজেনেকা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ১৯ হাজার ৮শ ৭৬জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৫ হাজার ২৫জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বরাদ্ধ পাওয়া টিকা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি।

রোববার ১লাখ টিকা এসে পৌঁছানোর কথা ছিলো। টিকাবাহি গাড়িটি না আসায় আমরা টিকা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রেখেছি। সোমবার বিকেলে টিকা পৌঁছালে মঙ্গলবার আবারও টিকা কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত