ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দৌলতপুরে ২০ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধই থাকছে

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৮

দৌলতপুরে ২০ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধই থাকছে
ফাইল ছবি

বন্যার পানি থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধই থাকছে।

জানা যায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি থাকার কারণে রোববার (১২ সেপ্টেম্বর) খোলা যায়নি। পানি না সরে যাওয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে আগামী ১০-১২ দিনের মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন যে বিদ্যালয় থেকে পানি নেমে যাবে ঠিক তখনই সেই বিদ্যালয়ের ক্লাস গ্রহণ শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মো. আবু সালেক বলছেন, প্রতিষ্ঠানগুলো যথাসম্ভব খুলে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে বন্যার পানি সরে গেলে এসব প্রতিষ্ঠানে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা জানান, বন্যার পানি না নামায় প্রাথমিকের পাঠদান শুরু করা যাচ্ছে না। তারপরেও যতদূর সম্ভব এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে উপজেলার অন্য বিদ্যালয়গুলো যথারীতি খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত