ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আবুল বাশার (৪৯) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নোয়াখালীর সোনাইমুড়ী থানার আবদুল্লাপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জালাল জানান, ২০১৪ সালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে মতিঝিল থানায় হত্যা মামলা রয়েছে। এ মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ কারাগারে বন্দি থাকা অবস্থায় তার মৃত্যুদণ্ডের রায় হয়।

সোমবার মধ্যরাতে বুকে ব্যথা দেখা দিলে প্রথমে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চিকিৎসদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে বাশার মারা যান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত