ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সরকারি স্কুলকে বানালেন বাড়ি, বেঞ্চ দিয়ে আসবাবপত্র

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

সরকারি স্কুলকে বানালেন বাড়ি, বেঞ্চ দিয়ে আসবাবপত্র
ছবি- সংগৃহীত

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের ৭১ নং নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন। মহামারির সময় স্কুলটি বন্ধ থাকার সুযোগে তিনি ওই কক্ষে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, একটি কক্ষে কিছু বেঞ্চ একত্রিত করে পরিবার নিয়ে বসবাস করছেন মোশারেফ হোসেন। রান্নার জন্যে চুলা বসানো হয়েছে। সেখানে তিনি ও তার স্ত্রী থাকছেন।

ঐদিন বিদ্যালয়ের কর্মরত ৪ জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষকরা উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে স্কুলে পাওয়া যায়নি।

করোনার মধ্যে বিদ্যালয় বন্ধ থাকলেও গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুলটি খুলে দেয়া হলেও তিনি দখল ছাড়েননি।

এ ব্যাপারে মোশারেফ হোসেন বলেন, আমার দাদা বিদ্যালয়ের জমিদাতা। নিজস্ব জমি না থাকায় ইউপি চেয়ারম্যানের কাছে ঘর চেয়েছিলাম। ঘর দিতে না পেরে এখানে থাকতে দিয়েছেন।

প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় ইউপি চেয়ারম্যানের অনুরোধে তাকে এখানে থাকতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিলন মাঝি বলেন, আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত