ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে ফের সংক্রমণ বৃদ্ধি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৩

চট্টগ্রামে ফের সংক্রমণ বৃদ্ধি

চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিলেন ৪১ জন। এদিনও করোনায় মারা যাননি কেউ।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৩৫ জন। জেলায় মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৭৯ জনের।

উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বাংলাশে জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত