ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনা উপসর্গে ৪ জন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে নওগাঁর ২ জন এবং ঝিনাইদহের ১ জনসহ ৩ জন মারা গেছেন। এ ছাড়া অন্যান্য শারীরিক জটিলতায় জয়পুরহাটের আরেকজন মারা গেছেন। তবে গত একদিনে হাসপাতালে করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি।

বর্তমানে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার ২ জন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২২ জনের। এ ছাড়ােএকদিনে ভর্তি হয়েছেন ২২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন।

গত একদিনে রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৭ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৮জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ৯৬ শতাংশ এবং জয়পুরহাটের ১ দশমিক ১১ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত