ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

দহগ্রাম সীমান্তে দুই রোহিঙ্গা আটক

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫

দহগ্রাম সীমান্তে দুই রোহিঙ্গা আটক
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার দুপুরে পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করেন। আটক ওই দুই রোহিঙ্গার নাম হলো, আনস (২২) ও সেতুফা বেগম (১৮)। সর্ম্পকে তারা মামাত ভাই ও ফুপাত বোন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, আটক দুই রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সাথে থাকেন। আনসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২দিন আগে কক্সবাজার হতে লালমনিরহাটের পাটগ্রামে আসে তারা। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন। ওই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ জার্নাল / এএম

  • সর্বশেষ
  • পঠিত