ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভারত থেকে দেশে ফিরতে লাগবে না অনাপত্তিপত্র

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

ভারত থেকে দেশে ফিরতে লাগবে না অনাপত্তিপত্র
ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের মাধ্যমে সকল যাত্রী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসার নির্দেশনা প্রদান করেছেন বন্দর কর্তৃপক্ষ।

তবে ভারতীয় অংশে ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোন যাত্রী ভারতে যেতে পারবে না।

গত ২ মাস আগে থেকে হিলি স্থল বন্দর সপ্তাহে তিন দিন চালু রাখা হলেও এখন (১৯ সেপ্টেম্বর) থেকে পুরো সপ্তাহ জুড়েই খোলা রাখার নির্দেশনা প্রদান করেছে সরকার।

ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন থেকে প্রতিদিনই দেশে ফিরতে পারবেন। তবে আগের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে আর কোনো অনাপত্তিপত্র নিতে হবে না।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের নতুন নির্দেশনা এসেছে যা এর মধ্যে কার্যকর করা শুরু হয়েছে। আগে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে প্রতিদিন এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে অনাপত্তিপত্র নিয়ে আসতে হতো। এখন সেটি ছাড়াই দেশে ফিরতে পারবেন তারা। তবে দেশে ফেরা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত